তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ)-এর কার্যালয়ের উদ্যোগে সারা দেশে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে সচেতন করার নিমিত্ত প্রশিক্ষক প্রশিক্ষন প্রদান করা হবে। যার ফলে সারা দেশে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের মাঝে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে সচেতনের বিস্তার ঘটবে। এর ফলে যেকেউ না বুঝে সাইবার অপরাধে জরিয়ে পড়বে না। বরং সাইবার অপরাধ মোকাবেলায় সক্ষম হবে।