মতামত বিনিময়

সাইবার অপরাধের ধরণ দিন দিন পরিবর্তন হচ্ছে এবং বেড়েই চলছে। বর্তমানে অপরাধের ধরণ হিসেবে রয়েছে সহিংসতা, উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, চাঁদাবাজি, পাইরেসি, হ্যাকিং, আসক্তিসহ আরও নানাধরনের অপরাধ। অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম কারণ আইন বিষয়ে বেশিরভাগেরই স্বচ্ছ ধারণা না থাকা।তাই সাইবার অপরাধের ধরণ যে হারে পরিবর্তন হচ্ছে আমাদের সকলকে  তা মোকাবেলা করার জন্য এ বিষয়ে জ্ঞান অর্জনে সক্ষম হতে হবে। এজন্য কন্যাকথা প্লাটফর্মের মাধ্যমে সাইবার অপরাধ ও এর সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশলসমূহ, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায় সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহের নম্বর এবং অভিযোগ করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। যার মাধ্যমে কিশোর বয়সে সাইবার নিরাপত্তা সম্পর্কে তাদের একটি শক্ত ভিত্তি তৈরী হচ্ছে। যা শুধু তাকেই নয় তার চারপাশের সবাইকে একজন সাইবার যোদ্ধা হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।