প্রশিক্ষণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ)-এর কার্যালয়ের উদ্যোগে সারা দেশে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারগুলোতে ৮ম-১০ম শ্রেণীর ছাত্রীদের হাতে কলমে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে অনলাইনে ০৮ টি বিভাগের ৫০ টি জেলায়  ৪৮২ টি বালিকা বিদ্যালয়ের ২৭,৩৮০ জন শিক্ষার্থী এবং তাঁদের নারী অভিভাবককে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রশিক্ষণে সাইবার অপরাধ ও এর সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশলসমূহ, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায় সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহের নম্বর এবং অভিযোগ করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়ে থাকে। যার মাধ্যমে কিশোর বয়সে সাইবার নিরাপত্তা সম্পর্কে তাদের একটি শক্ত ভিত্তি তৈরী হচ্ছে। যা শুধু তাকেই নয় তার চারপাশের সবাইকে একজন সাইবার যোদ্ধা হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে।