স্কুল প্রোগ্রাম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ)-এর কার্যালয়ের উদ্যোগে সারা দেশে সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারগুলোতে ৮ম-১০ম শ্রেণীর ছাত্রীদের হাতে কলমে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে অনলাইনে ০৮ টি বিভাগের ৫০ টি জেলায়  ৪৮২ টি বালিকা বিদ্যালয়ে ২৭,৩৮০ জন শিক্ষার্থী এবং তাঁদের নারী অভিভাবককে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।