প্রকাশনা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ)-এর কার্যালয়ের উদ্যোগে স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা করার লক্ষ্যে “ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা” শীর্ষক ‍পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এ পুস্তিকার উদ্দেশ্য হলো ইন্টারনেট ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো চিহ্নিত করা এবং অনলাইনে হয়রানি/নির্যাতন এর শিকার হলে আইনী প্রতিকার সম্পর্কে অবহিত করা। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইবার অপরাধের হার হ্রাস করাই হলো এ পুস্তিকার মূখ্য উদ্দেশ্য।

ই-বুক ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন 

http://www.cca.gov.bd/sites/default/files/files/cca.portal.gov.bd/page/af4b8ae4_662d_4e5e_8285_fb14bc0bbb88/2021-09-03-09-25-6bff142e7d83c1bb5cd78578ad65347d.pdf